বাংলাদেশ এর মধ্যে ৩ টি মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স যা আপনাকে গড়ে তুলবে একজন দক্ষ মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান হিসেবে
আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সম্পর্কে আলোচনা করবো
যেখানে আমি আপনাদের মোবাইল সার্ভিসিং কাজ সম্পর্কে পরিপূর্ণ ধারনা দেওয়ার চেষ্টা করবো
ক্যাটাগরি ভিত্তিতে মোবাইল সার্ভিসিং কে সাধারণত ৩ টি ভাগে ভিবক্তত করা যায়
যেমন
- মোবাইল সার্ভিসিং সফটওয়্যার এর কাজ
- মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার এর কাজ
- মোবাইল সার্ভিসিং আই সি প্রোগ্রামিং ( ডেড বুট রিপিয়ার ) (UFI/JTAG/JCPro)
উপরোক্ত কাজ গুল সম্পর্কে বিস্তারিত আলোচনাঃ
মোবাইল সার্ভিসিং সফটওয়্যার এর কাজ বলতে আমরা কি বুঝিধরুন আপনার মোবাইলের পাসওয়ার্ড আপনি রাতে পরিবর্তন করলেন কিন্তু সকালে ভুলে গিয়েছেন
এক্ষেত্রে আপনার মোবাইলের লকটি একজন প্রফেশনাল মোবাইল সার্ভিসিং সফটওয়্যার টেকনিশিয়ান এর মাধ্যমে খুলতে হবে।
আপনার ফোনের সফটওয়্যারে ত্রুটির কারনে ফোন অটো-মেটিক অন অফ হচ্ছে অথবা আপনার ফোনটি কোম্পানির লোগো এসে দাড়িয়ে আছে এই সমস্যাকে বলা হয় হেঙ্গ অন লোগো এই করকম ত্রুটি হলে ফ্লাশ করার মাধ্যমে রিপিয়ার করার প্রয়োজন হবে সেক্ষেত্রেও আপনাকে একজন সফটওয়ার টেকনিশিয়ান এর শরণাপন্ন হতে হবে
এ ছাড়াও ফোনের স্লো কাজ করে , মাজে মাজে ফোন এর সফটওয়্যারে গুলো বন্ধ হয়ে যায় এগুলোই মেরামত করা ই হচ্ছে সফটওয়্যারে টেকনিশিয়ান এর কাজ
আপনি চাইলে খুব সহজেই একজন সফটওয়্যার টেকনিশিয়ান হতে পারেন
একজন সফটওয়্যার টেকনিশিয়ান হতে হলে কি কি সরঞ্জাম প্রয়োজন
১ । একটি কম্পিউটার বা ল্যাপটপ
২। লক খোলার জন্য প্রফেশনাল সফটওয়ার
৩। ইউ এসবি ক্যাবল এবং সফট্বার ড্রাইবার
৪। ইন্টারনেট কানেকাশন
৫। সবচে গুরুত্ব পূর্ণ হচ্ছে পরিপূর্ণ মোবাইল সার্ভিসিং সফটওয়্যার প্রশিক্ষণ যা আপনাকে গড়ে তুলেবে একজন সফল মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান হিসেবে
- মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার এর কাজ
হার্ডওয়ারের কাজ গুলো বলতে যে সকল কাজকে বুঝায়
ধরুন আপনি আপনার বন্ধু কল দিয়েছেন এখন আপনার বন্ধুর কথা আপনি শুনেন কিন্তু আপনার কথা আপনার বন্ধু শুনেনা তাহলে বুঝতে হবে আপনার মাউথ ইস্পিকার এ সমস্যা রয়েছে । একই ভাবে আপনার কথা আপনার বন্ধু শুনে কিন্তু আপনি শুনেন না এবং অন্য যে কারোর কোথাই আপনি শুনতে পারেন না তা হলে বুজতে হবে আপনার ইয়ার ইস্পিকার এ সমস্যা রয়েছে এমন অবস্থাই আমদের এই পার্টস গুলো পরিবর্তন করার প্রয়োজন হয়
এ ছাড়াও ফোনের ডিসপ্লে বেঙ্গে যাওয়া বা ফোনের চারজিং পোর্ট পরিবর্তন করা, ফোনের ব্যাটারি পরিবর্তন করা , ফোনের আইসি যেমন পাওার আইসি,সি পি উ আইসি, ই এম এম সি আইসি ইত্যাদি কাজ গুলোই মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত
একজন প্রফেশনাল মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার টেকনিশিয়ান হতে হলে যেসকল মোবাইল সার্ভিসিং যন্ত্রপাতির প্রয়োজন হয়
মোবাইলের বিভিন্ন পার্টস যেমন আইসি কোট কানেক্টর ইত্যাদি পরিবর্তন করার জন্য হট গানের ব্যবহার করা হয়
২। আয়রন ( সোল্ডারিং আয়রন)
মাউথ স্পিকার রিঙ্গার স্পিকার ইত্যাদির লাইনগুলো ঝালাই করার জন্য এবং জাম্পার করার জন্য সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়
৩। মাল্টিমিটার
মোবাইলের বিভিন্ন কম্পোনেন্ট অকেজো হলে তা নির্ণয় করার জন্য মাল্টিমিটার ব্যবহার করা হয়
মোবাইলের ক্ষুদ্র পার্টস গুলা কে বড় করে দেখার জন্য মাইক্রোস্কোপ ব্যবহার
মাইক্রোস্কোপ এর ফলে অনেক সূক্ষ্ম কাজগুলো খুব সুন্দর ভাবে করা যায়
৫। পাওয়ার সাপ্লাই
ব্যাটারি ব্যতীত ফোনকে রান করা এবং পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে ফোনকে রান করে ফোনের বিভিন্ন সমস্যার শনাক্ত করা যায়
৬ । টুইজার
মোবাইলের আইসি গুলো পরিবর্তন করার সময় কটেরগান এর তাপমাত্রা যাতে হাতে না লাগে সেজন্য টুইজার ব্যবহার করা হয়
৭ । জাম্পার ওয়্যার
কোন লাইন ডিসকানেক্ট হয়ে গেলে তা সংযোগ করার জন্য জাম্পার ওয়্যার ব্যবহার করা হয়
৮। ওপেনার
মোবাইল খোলার জন্য ওপেনার ব্যবহার করা হয়
৯ । পিভিসি স্ট্যান্ড
মোবাইলের বিভিন্ন আইসি রিপ্লেসমেন্ট করার কাজে পিভিসি স্ট্যান্ড এর ব্যবহার হয়
১০ । কাটিং প্লাস
মোবাইল ফোনের আইসি প্রটেক্ট টিন এবং ওয়্যার কাটার জন্য ব্যবহার করা হয়
১১ । আর্ট নাইফ
পেস্টিং আইসি খোলা এবং পরিষ্কার করার ক্ষেত্রে আর্ট নাইফ ব্যবহার করা হয়
১২ । সার্ভিসিং পেড
সার্ভিসিং কাজ করার জন্য সার্ভিসিং প্যাড ব্যবহার করা হয় এটি সম্পূর্ণ হিট প্রুপ
১৩ । রেত
আয়রন এর বিট পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়
১৪ । শর্ট কিলার
মাদারবোর্ডের শর্ট-সার্কিট গুলো ফিক্স করার জন্য শর্ট কিলার ব্যবহার করা হয়
১৫ । ড্রাইভার সেট
ফোন এরে স্ক্রু খোলার কাজে ব্যবহার করা হয়
১৬ । ব্রাশ
মাদারবোর্ড পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়
১৭ । আইসিটি বল করার প্লেট বা bga স্টেনসিল
IC এরপর গুলো নতুন করে করার কাজে ব্যবহার করা হয়
18 । হিট প্রুফ টেপ
মাদারবোর্ডের কোন আইসি রিপ্লেস করার ক্ষেত্রে আশেপাশের কোন কম্পনেন্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য হিট ফরুক অ্যাপ ব্যবহার করা হয়
১৯ । টাচ্ সেপারেটর মেশিন
মোবাইল ফোনের টাচ এবং ডিসপ্লে কে আলাদা করার জন্য টাচ সেপারেটর করার মেশিন ব্যবহার করা হয়
২০ । পেস্ট/ রাং/ রজন
সোল্ডারিং নিখুঁত ও মজবুত করার জন্য পেস্ট রংয়ের ওজন ব্যবহার করা হয়
২১। ইউভি সোল্ডার মাস্ক
আইসিডিএস পয়েন্টগুলো রিপেয়ার করার পর অথবা সূক্ষ্ম কোন জাম্পার করার পর যাতে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত না সেজন্য ইউভি সোল্ডার মাস্ক ব্যবহার করা হয়
২২ । ইউভি ল্যাম্প
UV GLUE শুকানোর জন্য ইউভি ল্যাম্প ব্যবহার করা হয়
২৩ । আইসি রিবল পেস্ট
আইসির বল গুলো নষ্ট হয়ে গেলে পশ্চিমবঙ্গের পুনরায় বল গুলো তৈরি করার জন্য এই পেস্ট ব্যবহার করা হয়
২৪ । ডি সোলডার ওয়্যার
মাদারবোর্ডের কোন স্থানে অতিরিক্ত রাগ আটকে গেলে তা পরিষ্কার করার জন্য ডিসঅর্ডার ওয়্যার এর ব্যবহার করা হয়
২৫ । থিনার/ অকটেন
মাদার্বোর্ড ক্লিন করার জন্য ব্যবহার করা হয়
২৬ । কুইক চার্জার
ব্যাটারি চার্জ একেবারে শেষ হয়ে গেলে সেই ব্যাটারীতে পুনরায় চার্জ দেওয়ার জন্য কুইক চার্জার ব্যবহার করা হয়
২৭ । (এলসিডি ওপেনার) আইফোন খোলার জন্য
২৮ । এন্টিকাটার
কাটাকাটির কাজ করার জন্য ব্যবহার করা হয়
২৯ । সাদাঘাম কালোঘাম, টাচ লাগানোর জন্য
টাচ ডিসপ্লে লাগানোর জন্য এই ঘাম ব্যবহার করা হয়
৩০ । মেডিকেল টেপ
জাম্পার কে সুরক্ষিত রাখার জন্য মেডিকেল টাইপ ব্যবহার করা হয়
এছাড়াও কজের প্রয়োজনে প্রতিনিয়ত বাজারে নতুন নতুন বের হয়
সবচে গুরুত্ব পূর্ণ হচ্ছে পরিপূর্ণ মোবাইল সার্ভিসিং সফটওয়্যার প্রশিক্ষণ যা আপনাকে গড়ে তুলেবে একজন সফল মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার টেকনিশিয়ান হিসেবে
আই সি প্রোগ্রামিং এটি হচ্ছে মোবাইল সার্ভিসিং এর এডভান্স কাজ
প্রত্যেক টি মোবাইলের একটি নির্দিষ্ট লাইফ টাইম থাকে লাইফ টাইম শেষ হওয়ার সাথে সাথে ফোনের সফটওয়্যার সমস্যা দেখা দেয়, যেমন হেং করা বা লেগ দেয় তখন ফ্লাশ করার পর ফোনটি ডেড হয়ে যায় সে ক্ষেত্রে ডেড বুট রিপিয়ার ) (UFI/JTAG) করার প্রয়োজন হয় ।
ফোন এর স্টোরেজ আপগ্রেড করার ক্ষেত্রে UFI,Jtag, Iphone এর জন্য JC Por , I Repair Box ব্যাবহার করা হয় ।
মোবাইল সার্ভিসিং এর উপর Google Play Store এ আমাদের এপ্লিকেশন টি
ডাউনলোড করুন এটি একটি মোবাইল সার্ভিসিং শিখার বই যা মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স pdf .
মোবাইল সার্ভিসিং ক্যারিয়ার / মোবাইল সার্ভিসিং চাকরি
মোবাইল ফোন এমন একটি ডিভাইস বর্তমানে যা ছাড়া চলা একেবারেই অসম্ভব, প্রতিনিয়ত নতুন নতুন মডেলের ফোন বাজারে আসছে,সেইসাথে এর ব্যবহারকারীর সংখ্যাও দ্রুতগতিতে বেড়েই চলছে।
দেশে এবং বিদেশে এই কাজের রয়েছে ব্যাপক চাহিদা।
মোবাইল সার্ভিসিং ক্যারিয়ার মূলত তিন ভাবে শুরু করা যায়
১। ফিফটি ফিফটি কাজ ( পার্সেন্টে হিসেবে)
এই পদ্ধতিতে একজন দোকান মালিক সকল ইনবেস্ট করে থাকে । আপনি শুধু প্রতিদিন কাজ করবেন যা উপার্জন তা থেকে দোকান মালিক ফিফটি পার্সেন্টে হিসেবে ভাগ করে নিবেন যেমন যদি আপনি ১০০০ টাকা
কাজ করেন তা হলে দোকান মালিক নিবে ৫০০ টাকা আপনি নিবেন ৫০০ টাকা
২। সার্ভিসিং সাইট ভাড়া নেয়া
এই এই পদ্ধতিতে আপনি একজন মোবাইলের দোকান এর মালিক এর সাথে কনটাকে যাবেন সার্ভিসিং এর যত কাজ হবে আপনি করবেন এবং সকল মালামাল আপনি ইনবেস্ট করবেন যেমন সফটওয়ার বক্স দংগল , হটগান পাওার সাপ্লাই ইত্যাদি মোবাইল সার্ভিসিং যন্ত্রপাতি আপনি কিনে নিবেন।
প্রতিদিন যত কাজ হবে আপনি করবেন এবং মাস শেষে দোকান মালিক কে একটি নিদিষ্ট অর্থ ভাড়া হিসেবে দিবেন। যা দোকান এ বসার পূর্বেই নির্ধারিত হবে।
৩। সম্পূর্ণ মোবাইল সার্ভিসিং এর দোকান নিজে নেওয়া
এই এই পদ্ধতিতে আপনি আপনি সরাসরি বিটির মালিক ( দোকানের মূল জমির মালিক) এর সাথে তিন বছর পাঁচ বছর এর মেয়াদি ডিট করে নিবেন এবং প্রতিমাসে ভাড়া প্রদান করবেরন। দোকানের সম্পূর্ণ লাভ এবং লস আপনি বহন করবেন
এছাড়াও আপনি চাইলে বিদেশে গিয়ে মোবাইল সার্ভিসিং ব্যবসা শুরু করতে পারেন বিদেশে রয়েছে মোবাইল সার্ভিসিং কজের প্রচুর চাহিদা
মোবাইল সার্ভিসিং এর কাজ ব্যবসা শুরু করতে কত টাকার প্রয়োজন?
কত টাকা ইনবেস্ট করবেন? কি ভাবে কাজ শুরু করবেন? কোন এলাকাতে দোকান/ব্যবসা প্রতিষ্ঠান দিবেন এবং কি কি সার্ভিস আপনার দোকানে সংযুক্ত করবেন এ সকল কিছুর উপর নির্ভর করবে কত টাকা লাগবে
যেমনঃ যদি আপনি গ্রাম অঞ্চলে দোকান দেন তাহলে সালামি ( দোকানের এডভাঞ্চ টাকা) কম হয় ( দশহাজা থেকে শুরু)
আবার যদি শহর অঞ্চলে দেন তাহলে একটু বেশি হয় (আনুমানিকএক লক্ষ টাকা থেকে শুরু )
মোবাইল সার্ভিসিং যন্ত্রপাতির দাম কেমন ? (হার্ডওয়্যার)
মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার এর যন্ত্রপাতির দামঃ
১৫০০টাকা থেকে শুরু ভালো মানের নিলে ৬০০০থেকে ৮০০০টাকা ( Quick 706+ এই হট এয়ার গানের দাম ৭০০০টাক )
২০০টাকা থেকে শুরু তবে আপনারা যদি Quick 706+ এই হট এয়ার গানটি কিনেন তাহলে তার সাথে একটি ভালো মানের আইরন পাবেনয়
২০০টাকা থেকে শুরু তবে ভালো মানের নিলে ১৭০০টকা ( DT-17n) একটি ভালো মানের পাওার সাপ্লাই এর দাম ৪০০০টাকা থেকে শুরু তবে বাজারে ১১০০ টাকা দামের পাওার সাপ্লাই পাওা যায়
অন্যান্য মালামাল ৫০০০টাকা
মোটামুটি ১৫০০০টাকা হলে হার্ডওয়ার এর কাজ শুরু করা যায়
মোবাইল সার্ভিসিং যন্ত্রপাতির দাম কেমন ? (সফটওয়্যার)
- একটি কম্পিউটার বা ল্যাপটপ
একটি ভালো মানের ল্যাপটপ বা কম্পিউটার কিনতে হলে ৩০০০০ বাজেট রাখতে হবে
- লক খোলার জন্য প্রফেশনাল সফটওয়ার
বর্তমানের রানিং মডেলের ফোনের কাজ গুলোর জন্য ১০০০০টাকার সফটওয়ারে ক্রয় করার প্রয়োজন হবে।
কোথাই শিখবেন মোবাইল সার্ভিসিং / মোবাইল সার্ভিসিং শিখুন
প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠান এর সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনারা সম্পূর্ণ প্রেক্টিকাল ভাবে মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন
এম আর সলিউশন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে বাংলাদেশের অসংখ্য বেকার যুবক দের মোবাইল সার্ভিসিং শিখিয়ে আসছে।
এম আর সলিউশন এর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা,চট্টগ্রাম মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ ,মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স ঢাকা সহ বিভিন্ন জেলা যেমন ময়মনসিংহ,চট্টগ্রাম, গাজীপুর,কুমিল্লা,সিলেটকুষ্টিয়া,নরসিংদীনারায়ণগঞ্জ, রংপুর,চাঁদপুর,বগুড়া,বরিশাল ইত্যাদি থেকে বেকার যুবকেরা এশে কাজ শিখে স্বাবলম্বী হচ্ছে।
আপনাদের সুবিদার জন্য ছাত্রদের কিছু রিভিও ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম
বাংলাদেশের মোবাইল সারভিসিং প্রশিক্ষিত ছাত্রদের ট্রনিং এর অভিজ্ঞতা
ভিডিও
ইন্ডিয়া থেকে আগত টেকনিশিয়ান ভাই মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স শেষে কাজের অভিজ্ঞতা
ভিডিও
ঢাকা থেকে আগত টেকনিশিয়ান ভাইয়ের মোবাইল সার্ভিসিং কাজ শিখার অভিজ্ঞতা
ভিডিও
এম আর সলিউশন এর ইউটিউব চেনেল এ মোবাইল সার্ভিসিং প্রশিক্ষন কাজের কিছু ভিডিও
মোবাইল সার্ভিসিং সফটওয়্যার কাজের সিলেবাস
ভিডিওমোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার কাজের সিলেবাস
ভিডিওআই সি প্রোগ্রামিং ( ডেড বুট রিপিয়ার ) (UFI/JTAG/JCPro)
ভিডিও
মোবাইল সার্ভিসিং টিপস মোবাইল সার্ভিসিং কাজ করতে গেলে অনেক প্রকার সমস্যা হতে পারে এই রকম সমস্যা, এবং তার সমাধান নিয়ে মোবাইল সার্ভিসিং ইউটিউব
চেনেল
মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স অনলাইন প্রশিক্ষণ কোর্স ২০২১ ইউটিউব
ভিডিও প্লেলিস্ট এম আর সলিউশন এর সাথে যোগাযোগের ঠিকানা
৪২৮,এম আর সলিউশন, চতুর্থ তলা ( লিফটের তৃতীয় তলা),সেবা সিটি সেন্টার,কালিবাড়ির মোড়, চাঁদপুর
ফোন নাম্বারঃ ০১৮২৯৬৯৩৬১৫,০১৮৪৪৬৭৮১১৫
মোবাইল সার্ভিসিং সম্পর্কে যেকোনো প্রশ্ন / তথ্য/ জানার থাকলে পোস্টে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট এর উত্তর দেওয়ার জন্য আগ্রহী।
আমি ডেট বোটে কাজ শিখতে চাই কত টাকা লাগবে ওয়ান লাইনে শিখবো
ReplyDeletePlease Call 01829693615
Delete